ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নামবে ঝকঝকে বাস 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ২৭ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:৫৯, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে ঢাকার রাস্তায় একেবারে নতুন ঝকঝকে গণপরিবহন নামবে।  

সোমবার (২৭ আগস্ট) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেছেন, ঢাকায় চলমান বাসগুলোর রং উঠে ফ্যাকাসে হয়ে গেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব বাসের বিউটিফিকেশন করবেন বলে জানিয়েছেন মালিকরা। এমনকি কন্ট্রাক্ট সার্ভিসও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, হাইওয়ে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার করার সিদ্ধান্ত ছিলো। এবার ওই সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি